Tanjib sarowar biography examples

  • Tanjib sarowar biography examples
  • Biography examples for students!

    তানজীব সারোয়ার

    তানজীব সারোয়ার (ডিসেম্বর ৩) হলেন একজন বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার। ২০১১ সালে তার প্রথম একক অ্যালবাম অন্দরমহল প্রকাশ পায়।[১]

    প্রাথমিক জীবন

    [সম্পাদনা]

    তানজীব সারোয়ারের বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি পপ, রিদমঅ্যান্ডব্লুজ ও ফোক ফিউশন ধাঁচের গান বেশি পছন্দ করেন।[১]

    কর্মজীবন

    [সম্পাদনা]

    তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম অন্দরমহল প্রকাশ পায় ২০১১ সালে। ২০১৪ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম মেঘবরণ। ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম হৃদমোহিনী, যেখানে পপ, রিদমঅ্যান্ডব্লুজ ও ফোক ফিউশন ধাঁচের মোট ছয়টি গান ব্যবহার করা হয়েছে, এছাড়াও একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। অ্যালবামটির সবগুলো গানের গীত-সুর করেছেন তানজীব সারোয়ার নিজে। গানগুলোর সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবে